বইমেলায় শামীম আল আমিনের তিনটি বই
নিউইয়র্কের ব্যস্ত দিনগুলোয় নানা কাজের মধ্যেও লেখক ও সাংবাদিক শামীম আল আমিন নিয়মিত গভীরভাবেই পর্যবেক্ষণ করেন দেশটির রাজনীতির খুঁটিনাটি। বিশেষ করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ধারা আমূল বদলে গেছে। প্রতিদিনই আলোচনা-সমালোচনার জন্ম দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্প সব সময়ই খবরের শিরোনাম হয়ে আছেন, যা খুব কাছ থেকে দেখছেন শামীম আল আমিন। অভিবাসী, নর্থ কোরিয়া, রাশিয়া, গণমাধ্যম, দেশটির অর্থনীতি, অস্ত্র নিয়ন্ত্রণের দাবি কিংবা মি টু আন্দোলনের বিষয়গুলো নিয়ে তিনি বাংলাদেশের একটি জাতীয় দৈনিক এবং নিউইয়র্কের কয়েকটি পত্রিকায় ধারাবাহিকভাবে লিখছেন। সেইসব লেখা থেকে বাছাই করে প্রকাশিত হয়েছে ‘গ্রিন কার্ড, ট্রাম্প কার্ড’ নামের বইটি, যা পড়লে আমেরিকার সমকালীন রাজনীতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। ধ্রুব এষের প্রচ্ছদে অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন।
এ ছাড়া বইমেলায় শামীম আল আমিনের আরো দুটি বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটি ‘মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১’। এই বইটিকে বলা চলে ঐতিহাসিক ঘটনাপ্রবাহের প্রামাণ্য দলিল। ২০১৮ সালের ১১ মে, শুক্রবার বাংলাদেশের প্রথম স্যাটেলাইটটি উড়ে যায় অনন্ত মহাকাশে। ঘড়ির কাঁটায় ফ্লোরিডার সময় তখন বিকেল ৪টা ১৪ মিনিট। বাংলাদেশে শুক্রবার শেষ হয়ে শনিবারে পড়েছে। ক্ষণ ২টা ১৪ মিনিট। ইতিহাস গড়া সেই দিনগুলোয় ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে কেনেডি স্পেস সেন্টারের ভেতরে উপস্থিত থাকার অভিজ্ঞতা আর বিস্তারিত তথ্য নিয়ে লেখা 'মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১', যা অসংখ্য মানুষের কৌতূহল মেটাবে। বইটি প্রকাশ করেছে আদিত্য প্রকাশ। বইমেলায় পাওয়া যাচ্ছে সহযোগী প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশের প্যাভিলিয়নে। এদিকে অনিন্দ্য প্রকাশ মেলায় এনেছে লেখকের দ্বিতীয় উপন্যাস ‘আর আমাদের দেখা হবে না’। প্রেম, বিরহ এবং বিশ্বাসভঙ্গের বেদনা নিয়ে লেখা এই উপন্যাস এরই মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে। বইটির অসাধারণ প্রচ্ছদটি করেছেন খ্যাতিমান শিল্পী ধ্রুব এষ।