মুক্তিযুদ্ধে দাউদকান্দি : একাত্তরের অজানা অধ্যায়

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম একটি বিশেষ দিক হচ্ছে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং তাদের অনবদ্য অবদান। কিন্তু নানা কারণে আড়ালেই রয়ে গেছে মুক্তিযুদ্ধে সাধারণের ভূমিকার কথা। সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামবাসী, কৃষক-শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি গুরুত্ব পায় মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাসে। একাত্তরের আঞ্চলিক ইতিহাস নিয়ে প্রকাশিত হয়েছে মো. আল-আমিন ও বাশার খানের ‘মুক্তিযুদ্ধে দাউদকান্দি’ গ্রন্থ।
সাক্ষাৎকার, বাংলাদেশ ও ভারতের পত্র-পত্রিকার প্রতিবেদন, মুক্তিযুদ্ধকালীন ডায়েরি ও দুর্লভ ছবির দালিলিক উপাদানে সমৃদ্ধ গ্রন্থটি আটটি অধ্যায়ে বিভক্ত। ভূমিকা লিখেছেন প্রখ্যাত ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। প্রকাশ করেছে দ্যু প্রকাশন (বইমেলায় স্টল নং ৩৩১), পরিবেশক আহমদ পাবলিশিং হাউস (স্টল নং ১৬৩-১৬৫)। পৃষ্ঠা সংখ্যা-১৪৬, মূল্য-৩০০ টাকা।