‘কন্যা থেকে নেত্রী শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
অমর একুশে গ্রন্থমেলা-২০১৯-এর সমাপনী অনুষ্ঠানে ‘কন্যা থেকে নেত্রী শেখ হাসিনা’ বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের প্রথম ১৫ বছরের কর্মতৎপরতা নিয়ে ফয়েজ রেজার গবেষণায় লেখা ‘কন্যা থেকে নেত্রী শেখ হাসিনা’ বইটি প্রকাশ করেছে মুক্তধারা।
বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে ঘিরে রাজনীতির পথে পা রেখেছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ১৯৯৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার সময় শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বাঁচেন। ১৯৮১ সালে শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচন করা হয়। এরপর দেশে ফিরে আসেন শেখ হাসিনা, হাল ধরেন আওয়ামী লীগের। শেখ হাসিনা দেশে ফিরে আসার আগে-পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল? বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতির ধারা কোন দিকে প্রবাহিত হচ্ছিল এবং প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা রাজনীতির মাঠে যেসব বিপর্যয়ের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, তা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে কেমন প্রভাব ফেলেছিল ইত্যাদি বিষয় আছে বইটিতে।
বইটি লেখার ক্ষেত্রে লেখক ফয়েজ রেজার গবেষণায় সহযোগিতা করেছেন তামান্না তাসমিয়া তুয়া ও সাজিদ রায়হান। বাংলা একাডেমি প্রাঙ্গণে মুক্তধারা প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মূল্য ২৫০ টাকা।