প্রকাশকের কথা
বইমেলায় স্টল দখল হয়েছে চর দখলের মতো : জহিরুল আবেদীন জুয়েল

অমর একুশে গ্রন্থমেলায় প্রতিবছরই প্রকাশকরা নতুন নতুন বই নিয়ে উপস্থিত হন পাঠকের সামনে। তাঁদের আয়োজন ও বই-ভাবনা নিয়ে আমাদের এই আয়োজন। আজ এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন ইত্যাদি গ্রন্থ প্রকাশনীর স্বত্বাধিকারী জহিরুল আবেদীন জুয়েল।
প্রশ্ন : এবারের বইমেলায় ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে নতুন বই কেমন আসছে?
জহিরুল আবেদীন জুয়েল : এবারের বইমেলায় প্রায় ৫০টির মতো নতুন বই আসছে। তবে মেলার শেষের দিকে এ সংখ্যা বাড়তে পারে।
প্রশ্ন : এর মধ্যে বিশেষ পাঁচটি বইয়ের কথা বলুন।
জুয়েল : হাসান আজিজুল হকের আত্মজীবনীমূলক রচনা ‘দুয়ার হতে দূরে’, আল আমিন চৌধুরীর ‘মুক্তিযুদ্ধ ও সমকালীন রাজনীতি’, বিনয় মিত্রের ‘মুক্তিযুদ্ধের ইতিহাস (সত্য, অসত্য ও অর্ধসত্য)’, এম সাইদুর রহমান খানের ‘অমর একুশের বিশ্বায়ন যেভাবে হল’, সুফিয়া বেগমের ‘বিপ্লবী ৩ নারী’ আমার কাছে বিশেষ।
প্রশ্ন : এ বইগুলো আপনার কাছে কেন বিশেষ?
জুয়েল : হাসান আজিজুল হকের জন্ম বর্ধমানে। তাঁর বেড়ে ওঠা থেকে শুরু করে বাংলাদেশে আসা, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী এবং শিক্ষকতা মিলিয়ে একটি বৈচিত্র্যপূর্ণ জীবন। এর আগে প্রকাশিত ‘ফিরে যাই ফিরে আসি’, ‘উঁকি দিয়ে দিগন্ত’ বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। এবারের ‘দুয়ার হতে দূরে’ও পাঠকপ্রিয়তা পাবে বলে আশা করছি। এর পর আল আমিন চৌধুরীর ‘মুক্তিযুদ্ধ ও সমকালীন রাজনীতি’ বইটিতে তাঁর দেখা সমকালীন রাজনীতির নির্যাস উঠে এসেছে। বিনয় মিত্রের ‘মুক্তিযুদ্ধের ইতিহাস (সত্য, অসত্য ও অর্ধসত্য’-তে মুক্তিযুদ্ধের বিষয়, এম সাইদুর রহমান খানের ‘অমর একুশের বিশ্বায়ন যেভাবে হল’-তে বাংলা ভাষার অতীত-বর্তমান খোলাসা করা হয়েছে। এ ছাড়া সুফিয়া বেগমের ‘বিপ্লবী ৩ নারী’ আমার কাছে বিশেষ নারী অগ্রযাত্রার পাথেয় হিসেবে থাকবে।
প্রশ্ন : এবার মেলার পরিবেশ কেমন মনে হচ্ছে?
জুয়েল : গ্রন্থমেলার পরিসর বেড়েছে ঠিক, তবে উল্টোপাল্টা স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এমনকি এবার চর দখলের মতো দখল হয়েছে স্টলের জায়গা। বাংলা একাডেমির প্রথম ডায়াগ্রাম অনুযায়ী যদি মেলা আয়োজিত হতো, তবে সবচেয়ে সুন্দর ও সফল হতো।
প্রশ্ন : প্রকাশকরা কি বর্তমানে আদৌ নিরাপদ?
জুয়েল : সৃজনশীল প্রকাশকদের নিরাপত্তার শঙ্কা এখনো কাটেনি। কারণ, এখন পর্যন্ত দীপন হত্যাকাণ্ডের কোনো সুরাহা হয়নি। এমনকি গ্রেপ্তার পর্যন্ত হয়নি। সুতরাং বলা যাচ্ছে না, সৃজনশীল প্রকাশকরা সম্পূর্ণ নিরাপদ।