কী হয়েছে অভিনেত্রী দীপিকার?

বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী দীপিকা কক্কর। তিনি মরণব্যাধি ক্যানসার রোগে আক্রান্ত। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ দুঃসংবাদ ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিজেই ভাগ করে নিয়েছেন দীপিকা। একইসঙ্গে স্বাস্থ্যের পরিস্থিতিও জানিয়েছেন এ অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী, স্টেজ টু লিভার ক্যানসারে আক্রান্ত দীপিকা। দীপিকা গত কয়েক সপ্তাহের কঠিন পরিস্থিতি এবং পেটের ব্যথার জন্য ডাক্তারের কাছে যাওয়া, কীভাবে তাঁর গোটা জীবন বদলে দিল, সে সম্পর্কে খোলামেলা কথা বললেন। দীপিকার স্বামী-অভিনেতা শোয়েব ইব্রাহিম গত কয়েকদিন ধরেই বউয়ের হেলথ আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করছেন।
মঙ্গলবার (২৭ মে) ইনস্টাগ্রামে দীপিকা জানিয়েছেন, বিগত কয়েক সপ্তাহ তাদের জীবনের ‘সবচেয়ে কঠিন সময়ের মধ্যে একটি’ ছিল। ঘটনার ধারাবাহিকতা শেয়ার করে অভিনেতা লেখেন, ‘আপনারা সকলেই জানেন যে, গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন । আমার পেটের উপরের অংশে ব্যথার জন্য হাসপাতালে যাই এবং তারপরে তারা লিভারে একটি টেনিস বলের আকারের টিউমার খুঁজে বের করে। এখন টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট (ক্যান্সারাস)।’
তিনি আরও জানিয়েছেন, সমস্ত ইতিবাচকতা দিয়ে এই মরণব্যাধি রোগের সঙ্গে লড়াই করতে চান তিনি। দীপিকা বলেন, ‘আমি ইতিবাচক ও দৃঢ় প্রতিজ্ঞ যে, আমি এর মুখোমুখি হবো এবং আরও শক্তিশালী হয়ে বের হতে পারব, ইনশাআল্লাহ। আমার পুরো পরিবার আমার পাশে আছে এবং আপনাদের সবার কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা আসছে, তা আমার যাত্রা আরও সহজ করবে। আমাকে আপনারা প্রার্থনায় রাখুন।’
প্রসঙ্গত, হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রীদের মধ্যে একজন দীপিকা কক্কর। ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি লাভ করেছিলেন তিনি। তারপর ‘বিগ বস’ বিজয়ীও হন। ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয় তার এবং এর পাঁচ বছর পর তাদের সংসারে পুত্রসন্তান রুহান আসে।