প্রকাশকের কথা
ঢাকার বাইরে থেকে বই প্রকাশ চ্যালেঞ্জের ব্যাপার : রাজীব চৌধুরী

অমর একুশে গ্রন্থমেলায় প্রতিবছরই প্রকাশকরা নতুন নতুন বই নিয়ে উপস্থিত হন পাঠকের সামনে। তাঁদের আয়োজন ও বইভাবনা নিয়ে আমাদের এ আয়োজন। আজ এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন চৈতন্য প্রকাশনীর স্বত্বাধিকারী রাজীব চৌধুরী।
প্রশ্ন : বইমেলায় নতুন বই কতগুলো আসছে?
রাজীব চৌধুরী : এবার বইমেলায় চৈতন্য থেকে প্রায় ৭০টি বই প্রকাশিত হতে যাচ্ছে।
প্রশ্ন : উল্লেখযোগ্য পাঁচটি বইয়ের নাম এবং কেন তা উল্লেখযোগ্য?
রাজীব চৌধুরী : উল্লেখযোগ্য পাঁচটি বইয়ের কথা বলতে গেলে বেশ একটু ঝামেলাই হয়। কেননা, উল্লেখযোগ্য বইয়ের সংখ্যা এবার অনেক। শামসুর রাহমানকে নিয়ে লেখা সৈয়দ শামসুল হকের 'মহান সতীর্থ শামসুর রাহমান’, 'রাত বৃষ্টি বুনোহাঁস’—অ্যান সেক্সটন সিলভিয়া প্লাথ ও মেরি অলিভারের কবিতা, ভাষান্তর কল্যাণী রমা, মাসউদুল হকের লেখা উপন্যাস 'পুবের পূর্বপুরুষেরা’, কবি জুয়েল মাজহারের 'বিশ্বকবিতার অনুবাদ-দূরের হাওয়া' এবং শাহাদুজ্জামানের চলচ্চিত্রবিষয়ক প্রবন্ধগ্রন্থ ।
প্রশ্ন : বইমেলা নিয়ে আপনার পরিকল্পনা কী?
রাজীব চৌধুরী : বইমেলা নিয়ে পরিকল্পনা বলতে আসলে সৃজনশীল বইয়ের সংখ্যা ও পাঠকসংখ্যা বৃদ্ধি করা। তরুণ লেখকদের বই আমরা সব সময়ই এপ্রিশিয়েট করি, কেননা এখান থেকেই একদিন বড় তারকা লেখক আমরা পাব। এবারও অনেক তরুণ লেখক ও কবির বই আমরা প্রকাশ করছি। যার রাজনৈতিক ভ্যালুও গুরুত্বপূর্ণ। মেহেদী উল্লাহর গল্পগ্রন্থ 'ফারিয়া মুরগির বাচ্চা গলা টিপে টিপে মারে' তেমনই একটি বই। এ ছাড়া সিনিয়র লেখকদের বই প্রকাশ করে আমরা বাংলা সাহিত্য সমৃদ্ধ করতে পদক্ষেপ নিচ্ছি। আমরা চাই, লেখালেখির চর্চা আরো বেশি হোক, উন্মুক্ত হোক নতুন সম্ভাবনার দরজা; চৈতন্য মূলত এসব ভাবনা মাথায় রেখেই কাজ করে যাচ্ছে।
প্রশ্ন : কেমন সাড়া পেয়েছেন গতবার? এবার কেমন সাড়া পাবেন বলে আশা করছেন?
রাজীব চৌধুরী : গতবার আমরা লেখক ও পাঠকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। এবার আমাদের প্রতি সবার আশা সে জন্য একটু বেশি থাকবে। আশা করি, সবার প্রত্যাশা এবারও পূরণ করতে পারব এবং পাঠকদের কাছ থেকে প্রচুর সাড়া পাব।
প্রশ্ন : ঢাকার বাইরের প্রকাশনা হয়েও আপনি বেশ ভালো ভালো বই বের করছেন। রাজধানীর বাইরে হওয়ার কারণে কোনো সমস্যায় পড়তে হচ্ছে কি? লেখকরা আপনাকে বই দিতে ইতস্তত বোধ করেন কি না?
রাজীব চৌধুরী : রাজধানীর বাইরে থেকে বই প্রকাশ করা একটি চ্যালেঞ্জের ব্যাপার, জনপ্রিয় সব প্রকাশনীর ভিড়ে সেখানে জনপ্রিয়তা পাওয়াটাও কঠিন। তবে গতবার চৈতন্যর কাজ লেখক-পাঠক সব স্তরে ব্যাপক সমাদৃত হয়েছে। এ ছাড়া সিনিয়র ও তরুণদের কাছ থেকে সাড়া পাচ্ছি, সমগ্র দেশ থেকেও সাড়া পেয়েছি। আর এবার বইমেলায় আমাদের বইয়ে অনেক বৈচিত্র্য থাকবে। আশা করি, সবার ভালো লাগবে।