নতুন বই
মুহাম্মাদ আসাদুল্লাহর গল্পের বই অসুখের নাম তুমি

যুগ যুগ ধরে চিকিৎসা নেই, এমন অসুখের নাম ‘ভালোবাসা’। কেউ যখন এ রোগে মোহাচ্ছন্ন হয়ে থাকে তখন তার চারপাশটা হয়ে যায় অদ্ভুত ভালোবাসাময়। স্বপনে, জাগরণে বাস করে অপরিসীম আবেশে। স্বপ্নিল সে জগৎ কেবলই তুমিময়, যার যার তুমিকে কেন্দ্র করে গড়ে ওঠে তার তার ভুবন। মুগ্ধতাজনিত রোগে আক্রান্ত হয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি...।’
এই তুমিটাকে যদি অসুখ হিসেবে ধরা হয়, দেখুন তো আপনিও ‘অসুখের নাম তুমি’তে ভুগছেন বা ভুগেছেন কি না?
ভালোবাসা, পারিবারিক ও সামাজিক বিষয়াদিকে উপজীব্য করে ২৮টি ছোটগল্প নিয়ে বাংলাদেশ রাইটার্স গিল্ড প্রকাশ করেছে মুহাম্মাদ আসাদুল্লাহর অসুখের নাম তুমি।
মেলায় পাওয়া যাচ্ছে ৩৯০ নং স্টলে। মূল্য ১৫০ টাকা মাত্র।