‘সাইয়ারা’র পর এবার নতুন চ্যালেঞ্জে অনীত পাড্ডা

বলিউডে নতুন হাওয়া এনে দিয়েছেন তরুণী অভিনেত্রী অনীত পাড্ডা। প্রথম সিনেমা ‘সাইয়ারা’ দিয়েই তিনি ঝড় তুলেছেন বক্স অফিসে, দর্শকদের হৃদয় জয় করেছেন। মাত্র ২২ বছর বয়সেই অনীতকে এখন বলা হচ্ছে ভারতের নতুন ন্যাশনাল ক্রাশ।
২০০২ সালে পাঞ্জাবের অমৃতসরে জন্ম অনীতের। ছোটবেলা থেকেই ফিল্মি দুনিয়ার প্রতি গভীর টান ছিল তার। তাই অল্প বয়স থেকেই বিভিন্ন বিজ্ঞাপন ও সিনেমার জন্য অডিশন দিতে শুরু করেন। ক্যারিয়ারের শুরুটা হয়েছিল টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে, আর সেখান থেকেই ধাপে ধাপে জায়গা করে নেন চলচ্চিত্র জগতে।
‘সাইয়ারা’-তে নায়ক আহান পান্ডের সঙ্গে অনীতের অন-স্ক্রিন রসায়ন দর্শকদের মন ছুঁয়ে যায়। সিনেমাতে কোমল স্বভাবের গায়িকা ‘বাণী বত্রা’ চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন সমালোচকদেরও। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে দেখা যাবে অনীতকে। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত আসন্ন ওয়েব সিরিজ ‘ন্যায়’-এ তিনি অভিনয় করেছেন এক ধর্ষিত কিশোরীর ভূমিকায়।

গল্পে দেখা যাবে, ১৭ বছর বয়সী এক কিশোরী একজন প্রভাবশালী ধর্মগুরুর হাতে যৌন নির্যাতনের শিকার হয় এবং সেই ঘটনার পর সমাজে ধর্মীয় ক্ষমতার অপব্যবহার, আইন ও বিচারব্যবস্থার সীমাবদ্ধতা এবং নারীর সংগ্রামের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
সিরিজটি পরিচালনা করেছেন নিত্যা মেহরা এবং প্রযোজনা করেছে অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট। সহ-প্রযোজনায় রয়েছে মনগতা ফিল্মস।
অনীতের সঙ্গে আরও অভিনয় করেছেন রঘুবীর যাদব, মোহম্মদ জিশান আইয়ুব ও রাজেশ শর্মা প্রমুখ।
প্রথম সিনেমা দিয়েই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়া অনীতের এই নতুন চ্যালেঞ্জপূর্ণ চরিত্র দর্শকদের কাছে তাকে নতুনভাবে পরিচিত করাবে বলে আশা করা হচ্ছে।