নতুন বই
রাইফ ইফতিখারের ‘ফেরারি ভুলের ভিড়ে’

এবার একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি রাইফ ইফতিখারের প্রথম কাব্যগ্রন্থ ফেরারি ভুলের ভিড়ে। বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। প্রকাশক নাজমুল হুদা রতন। ফেরারি ভুলের ভিড়ে কাব্যগ্রন্থে মোট ৪২টি কবিতা রয়েছে।
কবিতাগুলোতে জীবনের দোটানা আছে, আছে নস্টালজিয়া, অন্তত কবিতার বইয়ের নাম তাই বলে। কবি অবিচল আশাকে উপজীব্য করেছেন। প্রেমকে উপস্থাপন করেছেন সুনিপুণ উপমায়। শহুরে জীবনে অভ্যস্ত হয়েও তাঁর কবিতায় রয়েছে শৈশবের মাটির ঘ্রাণ। মাটির খোপে লুকিয়েছিলেম আটপৌরে শৈশব/ধানকুড়ানি বালক এসে কুঁড়িয়ে নিল সব/এটাই তবে রীতি/একটু সময় ছুঁয়ে দিলেই/ গোল্লাছুটের ইতি-গোল্লাছুটের ইতি। এই অল্প কটি শব্দেই আমরা যেন সময়ের ঘুলঘুলিতে মুখ বাড়িয়ে শৈশবকে দেখতে পাই।
আবার রাইফ ইফতিখারের কবিতায় প্রেম এসেছে ভিন্ন আঘ্রাণ নিয়ে। কথাই ছিল আকুল হওয়া পাখির শিহরণে/আমরা দুজন বাতাস হব, বিজন ডানার কোনে/ যাযাবরের মতন করে অচিন ঘোরের দেশে/ ঘর বানাবো স্বর্ণলতার সোনাল কেশে কেশে/ -পথের হাহাকার। নারীকে কবি দেখেছেন প্রেমপূর্ণ ধরনে।
এদিকে কবির কবিতায় দ্রোহ কিংবা দুঃখের কথাও এসেছে সময়ের হাহাকার রূপে। শুধুই অনাবিল কল্পনার মোহে হারাবার বাতিক তাঁর নেই। আছে অধিকারের স্বপ্ন দেখার, দেখাবার দৃষ্টি। যাঁরা ডুবেছিল অতলান্তিক জীবনের কৌতূহলে/মানুষের ব্যথা যাদের চোখেতে অপলক ঢেউ তলে/তাঁরা আজ চায় প্রেয়সীর চোখ মমতাময়ীর হাত/ কে তুলে দেবে তাঁদের চোখেতে শরাব শুধার রাত-সময়ের আহ্বান।
বোঝাই যাচ্ছে, কবি রাইফ ইফতিখার তাঁর কবিতায় মহাকালের চলমান স্রোতে সময়কে ধারণ করেছেন।