নতুন বই
বইমেলায় আনিসুর বুলবুলের ‘একজন তালবেলেমের চিঠি’

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে তরুণ লেখক আনিসুর বুলবুলের গল্পগ্রন্থ ‘একজন তালবেলেমের চিঠি’। ১৫টি ঝরঝরে গল্প নিয়ে গ্রন্থটি মেলায় নিয়ে আসছে বেহুলাবাংলা প্রকাশনী।
ছোট পরিসরেই ব্যাপ্তি। তবে মুক্তিযুদ্ধ, ভালোবাসা, ঘৃণা, প্রতারণা, মানুষের ভণ্ডামি, তালিবে ইলমের মন, শৈশবের স্মৃতি, ইন্টারনেটকেন্দ্রিক যুবসমাজ বা একাকী প্রবাসজীবন থেকে শুরু করে ঈদের খুশিটাও উঠে এসেছে বইটিতে।
লেখক জীবনের নানা প্রান্তর থেকে কুড়িয়েছেন গল্পের নুড়ি। মননের কাঠখড় পুড়িয়ে গল্পের কাঠামো বিন্যাসে তিনি কতটা মুনশিয়ানা দেখালেন, সেটা বিবেচনার ভার পাঠকের হাতেই দিতে চান লেখক। যদিও প্রতিটা গল্পেই দ্বান্দ্বিক গতিময়তা আছে, তবু সুখপাঠ্য, নির্ভার, মেদহীন।
তিনি বলেন, অবিশ্বাস্যভাবে এবারের একুশে গ্রন্থমেলার মুখ দেখবে আমার ‘একজন তালবেলেমের চিঠি’। জীবনের কঠিন বিষয়গুলো সহজ করে তুলে আনতে চেয়েছি। কোনো কোনো ক্ষেত্রে আবার জলের মতো বিষয়ও কঠিন বরফের আদল পেয়েছে। আসলে কী করেছি তা পাঠকই বুঝবেন।
চারু পিন্টুর প্রচ্ছদে ‘একজন তালবেলেমের চিঠি’ পাওয়া যাবে বইমেলার বেহুলাবাংলার ৫৭৭ নম্বর স্টল, লিটলম্যাগ প্যাভিলিয়নের ১৫ নম্বর স্টল ও রকমারি ডটকমে। দাম ১৩৫ টাকা।