নতুন বই
গবেষণামূলক প্রবন্ধের বই ‘প্রেম, মায়া রবীন্দ্রনাথ ও অন্যান্য’

এবার একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গবেষণামূলক প্রবন্ধের বই ‘প্রেম, মায়া রবীন্দ্রনাথ ও অন্যান্য’। বইটি যৌথভাবে লিখেছেন নির্ঝর চৌধুরী ও জুরানা কেকা। ২২৫ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে বইপত্র প্রকাশন। বইটির প্রচ্ছ্দ করেছেন নির্ঝর নৈশব্দ। বইটিতে মোট ১১টি প্রবন্ধ রয়েছে।
‘প্রেম, মায়া রবীন্দ্রনাথ ও অন্যান্য’ বইটি পড়লে পাঠক রবীন্দ্রনাথ ঠাকুরের মতাদর্শে মানুষের জীবনের আবেগ, অনুভূতি, প্রেম- ভালোবাসার রহস্য খুঁজে পাবেন। এ ছাড়া বইটিতে বাংলাদেশের সংগীতের বর্তমান অবস্থা ও সংস্কৃতি নিয়েও বেশ কিছু লেখা আছে।
বইটির লেখক জুরানা কেকা বলেন, ‘বইটিতে আমার ফিউশন মিউজিক নিয়েও লেখার চেষ্টা করেছি। ফিউশন মিউজিক বাংলাদেশের সংস্কৃতিতে কতখানি প্রভাব বিস্তার করেছে, এ বিষয়গুলো বইটিতে পাওয়া যাবে।’
বোঝাই যাচ্ছে, যাঁরা রবীন্দ্রপ্রেমী মূলত তাঁদের জন্য বইটি। এ ছাড়া যাঁরা সংগীতচর্চা করেন, তাঁদের জন্যও বইটি বেশ উপকারী হবে।