সাক্ষাৎকার
মেলায় কষ্টও আছে, মেলা প্রাঙ্গণে চায়ের টং নেই : তানিম কবির

অমর একুশে গ্রন্থমেলায় দেখা হয় সাহিত্যিক বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের ফিচার সম্পাদক তানিম কবিরের সাথে। লিটল ম্যাগাজিন চত্বরে আড্ডাচ্ছলে কথা হলো বেশ কিছুক্ষণ। বললেন, পেশাগত কারণেই নিয়মিত বইমেলায় থাকতে হয়। প্রতিদিন নির্বাচিত বই নিয়ে নিউজ করাটাই কাজ। গ্রন্থমেলায় অন্যান্য দিনের চেয়ে তুলনামূলক শুক্র-শনিবারে চাপ বেশি থাকে। প্রচুর লোক সমাগম। বেশ ভালোই লাগে।
তানিম কবিরের ঐতিহ্য প্রকাশনী থেকে গল্পের বই ইয়োলো ক্যাপ আদর্শ থেকে মাই আমব্রেলা আসছে। এ নিয়ে তিনি বেশ পুলকিত। এবারের বইমেলা নিয়ে তাই অন্যরকম ভালো লাগা কাজ করছে তাঁর মনে।
‘মেলার গোছানো আয়োজন নিয়ে বেশ সন্তুষ্ট আমি। পরিসর অনেক বড়। ধূলাবালি নেই। তবে একটা কষ্টও আছে। মেলা প্রাঙ্গণে চায়ের টং নেই যেখানে বসে স্বাভাবিকভাবে আড্ডা জমিয়ে তোলা যায়’ বললেন তানিম কবির।
বিস্তৃত পরিসরে অমর একুশে গ্রন্থমেলার আয়োজনের জন্য বাংলা একাডেমিকে সাধুবাদ জানিয়ে তানিম কবির যোগ করেন, এত বড় ইভেন্ট আয়োজনের জন্য বাংলা একাডেমির দক্ষ জনবল নেই। এটা তারা সংবাদ সম্মেলনে স্বীকারও করে নিয়েছে। ভবিষ্যতে যদি মেলাকে আরো সুন্দর এবং শৃঙ্খলভাবে আয়োজন করতে হয় তবে অনুষ্ঠান আয়োজনে দক্ষ কোনো সংগঠনের সহায়তা নিতে পারে। কেননা বাংলা একাডেমির কাজ তো মেলার আয়োজন নয়। যদি দেশে এ রকম ভালো কোনো ব্যবস্থাপনা সহযোগী সংগঠন পাওয়া না যায় তবে বিদেশ থেকে হলেও আনাটা শোভনীয় হবে। এতে মেলা আরো প্রাণবন্ত হবে এবং বাংলা একাডেমির ওপরও চাপটা কমবে বলে আমার দৃঢ় বিশ্বাস।