নতুন বই
বইমেলায় এসেছে আমিরুল মোমেনীনের ‘সুর সঞ্চারী’

অমর একুশে গ্রন্থমেলায় সংবাদ, সঙ্গীত ও সাহিত্যকর্মী আমিরুল মোমেনীন মানিকের নতুন বই ‘খবরের ফেরিওয়ালা’র পর এবার প্রকাশিত হয়েছে ‘সুর সঞ্চারী।’ সংগীত বিষয়ক এই বইয়ে আছে গানের প্রকরণ, অনুশীলন, গান লেখা ও সুর করার নানা কৌশল।
আজ সোমবার বিকেলে বাংলা একাডেমির নজরুল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি চত্বরে জাতীয় গ্রন্থকেন্দ্রের ২১, ২২ ও ২৩ নম্বর স্টলে। প্রকাশ করেছেন ফিদিম প্রকাশনী।
গত ১ ফেব্রুয়ারি টেলিভিশন সাংবাদিকতার অভিজ্ঞতাকে সামনে রেখে গল্পের ঢঙে এখানে রিপোর্টিং ও নিউজ প্রেজেন্টেশনের কলা-কৌশল তুলে ধরে প্রকাশিত হয় ‘খবরের ফেরিওয়ালা’। বইটি প্রকাশ করেছে সেভেন্টিওয়ান টেলিমিডিয়া।
বই প্রসঙ্গে লেখক বলেন, ‘টেলিভিশনের প্রসঙ্গ-অনুষঙ্গ নিয়ে অনেক বই রয়েছে। কিন্তু বেশির ভাগ বই তথ্যের ভারে জটিল। এ ক্ষেত্রে খবরের ফেরিওয়ালা ব্যতিক্রম। একদম সহজ করে গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে টেলিভিশনের ভেতরের অজানা কর্মতৎপরতা।’
এ ছাড়া, গত বইমেলায় প্রকাশিত আমিরুল মোমেনীন মানিকের 'জনচাকর' পাওয়া যাচ্ছে একই স্টলে।
২০১২ সালে প্রকাশিত হয় লেখকের 'বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক'।
এ ছাড়া, আমিরুল মোমেনীন মানিকের অন্য বইগুলো হলো : ইবলিস, ব্লাডি জার্নালিস্ট, রাজনীতির কালো শকুন, বঙ্গবীর এক্সপ্রেস ও মুখোশ পরা মুখ।