নতুন বই
হুমায়ূন আহমেদের দুর্লভ ছবি নিয়ে ‘অনন্ত জীবন যদি’

‘হুমায়ূন আহমেদ আমার তোলা ছবি খুবই পছন্দ করতেন। আমার পোর্ট্রেট ফটোগ্রাফির প্রতি হুমায়ূন আহমেদের উচ্চ ধারণা আমাকে আপ্লুত করে। তিনি প্রকাশ্যে প্রশংসা করেছেন জেনেছি। তাঁর ইচ্ছা আর আমার প্রবল আগ্রহেই ছবিগুলো তোলা। কিন্তু যে সময় আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, তার কিছুদিন পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য দেশের বাইরে চলে গেলেন। এটার (ফটো অ্যালবামের) জন্য যে সময় দেওয়া প্রয়োজন, তা হয়নি। সময় না থাকায় এবং তিনি অসুস্থ হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। কয়েক মাস পর অল্প কদিনের জন্য যখন দেশে এলেন, তখন নুহাশপল্লীতে তাঁর সঙ্গে দেখা করতে গেলাম। সেখানে সারা দিন ছিলাম এবং তাঁর প্রতিটি মুহূর্ত বন্দি করার চেষ্টা করেছি। যেভাবে তাঁকে আলোকচিত্রে উপস্থাপন করতে চেয়েছিলাম, সেটি যেন বাস্তবে হয়ে উঠল না, আমার মন অতৃপ্তই রয়ে গেল,’ কথাগুলো বলছিলেন বিখ্যাত আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ নানাভাবে, নানা অভিব্যক্তিতে, দেশে-বিদেশে নানা জায়গায়, একা, স্বজন ও অন্যদের সঙ্গে (২০০৫-২০১২ সময়কালে) বন্দি হয়েছেন স্বনামধন্য আলোকচিত্রী নাসির আলী মামুনের ক্যামেরায়।
নাসির আলী মামুনের তোলা হুমায়ূন আহমেদের সেসব দুর্লভ ও আকর্ষণীয় আলোকচিত্র নিয়ে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হলো হুমায়ূন আহমেদের ‘অনন্ত জীবন যদি’ শীর্ষক ফটো অ্যালবামের। আলোকচিত্রগুলো এক মলাটে বন্দি করার উদ্যোগ গ্রহণ করে প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্যপ্রকাশ’।
গতকাল ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হলো হুমায়ূন আহমেদ ‘অনন্ত জীবন যদি’ শীর্ষক ফটো অ্যালবামের প্রকাশনা উৎসব। অ্যালবামটিতে স্থান পেয়েছে হুমায়ূন আহমেদের শতাধিক আলোকচিত্র।
প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহম্মদ জাফর ইকবাল ও মেহের আফরোজ শাওন।