বইমেলায় শামসুল হক হায়দরীর ‘খবরের গল্প’

সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রতিবেদকের অভিজ্ঞতার একটি ভিন্নধর্মী সংকলন নিয়ে প্রকাশিত হয়েছে সাংবাদিক শামসুল হক হায়দরীর ‘খবরের গল্প’।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এনটিভি কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মাহবুবা সুলতানা বইটির মোড়ক উন্মোচন করেন। এরই মধ্যে বইমেলায় পাওয়া যাচ্ছে বইটি। ১৪টি খবরের গল্প এতে স্থান পেয়েছে।
লেখক শামসুল হক হায়দরী ও প্রকাশক সৈয়দ জাকির হোসাইনকে অভিনন্দন জানিয়ে মাহবুবা সুলতানা বলেন, বইটি সাংবাদিকতার শিক্ষক-শিক্ষার্থীসহ সংবাদ-জগতের সবার কাজে লাগবে। একই সঙ্গে সাহিত্য সম্ভারেও খবরের গল্প অনন্য সংযোজন হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বইয়ের প্রতিটি গল্পের সঙ্গে কোনো না কোনোভাবে এনটিভি জড়িয়ে আছে মন্তব্য করে লেখক এনটিভি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এনটিভির বার্তা, অনুষ্ঠান, মানবসম্পদ ও প্রশাসন, বিপণন, হিসাব বিভাগসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বই বের করেছে অ্যাডর্ন পাবলিকেশনস। ১১২ পৃষ্ঠার বইটির দাম ধরা হয়েছে ২৫০ টাকা। তানভীরুল ইসলাম মিঠুর গ্রাফিকস অবলম্বনে বইটির প্রচ্ছদ করেছেন জোহরা বেগম।