নতুন বই
হাসান আদিলের সম্পাদনায় ‘দ্বিতীয় দশকের চোখ’

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে হাসান আদিলের সম্পাদনায় কবিতা সংকলন ‘দ্বিতীয় দশকের চোখ’। এ কাব্য সংকলনটি উঠতি দশজন কবির কবিতা নিয়ে সাজানো হয়েছে।
এ সময়ে তরুণদের সমাজ ও দেশ ভাবনা, প্রেম-বিরহের ছোঁয়ার সাথে তারুণ্যের অনন্ত ছুটে চলা স্বপ্ন সম্ভারের খোঁজ মিলবে কবিতাগুলোতে।
সংকলনে যাঁদের কবিতা স্থান পেয়েছে- আজিম হিয়া, বাশিরুল আমিন, রানা কায়সার, শিব্বির আহমদ, হাসান আদিল, আনোয়ারুল হক, আবরার হক, আলী হোসাইন, ফয়েজ জামান, কাজী যুবাইরুল হক।
সংকলনটির প্রচ্ছদ করেছেন তৌহিন হক। সিলেটের ‘চৈতন্য’ থেকে প্রকাশিত হয়েছে এ কাব্য সংকলন। পাওয়া যাবে চৈতন্যর সোহরাওয়ার্দী উদ্যানের ১৫৬ নং স্টলে এবং লিটল ম্যাগ চত্বরের ৫২ নং স্টলে। শুভেচ্ছা মূল্য ১২০ টাকা।