নতুন বই
সঙ্গীতশিল্পী মাকসুদুল হকের দুটি বই

এবারের অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে সঙ্গীতশিল্পী মাকসুদুল হকের লেখা ইংরেজি কবিতার বই ‘The Bangladesh poet of Impropriety’। বইটি প্রকাশ করেছে রোদেলা প্রকাশন। বইটিতে মোট ২৫টি কবিতা রয়েছে। ২০১০ সালে বইটি প্রথম প্রকাশ হয়েছিল। এবার বইটির দ্বিতীয় সংস্করণ মেলায় পাওয়া যাচ্ছে। বইটিতে যোগ হয়েছে ২০টি ছবি। সব কয়টি ছবি এঁকেছেন চিত্রশিল্পী হ্যারল্ড রশিদ।
বইটি প্রসঙ্গে এনটিভি অনলাইনকে মাকসুদুল হক বলেন, ‘বইটির দ্বিতীয় সংস্করণ করতে একটু দেরি হয়ে গেল। তবুও ভালো লাগছে। কারণ বইটি এবার অনেক গোছানো হয়েছে।’
এদিকে আগামীকাল বৃহস্পতিবার বইমেলায় মাকসুদুল হকের সাড়া জাগানো আরেকটি বই ‘আমি বাংলাদেশের দালাল বলছি’ এটি পাওয়া যাবে। বইটি প্রকাশ করেছেন অগ্রদূত প্রকাশন। বইটি প্রথম ২০০৪ সালে প্রকাশিত হয়েছিল। এরপর বইটির দ্বিতীয় সংস্করণ আর প্রকাশ হয়নি। এবার বইটিতে অনেক লেখা বর্ধিত ও সংযোজন করা হয়েছে। এমনটিই জানিয়েছেন মাকসুদুল হক।