প্রকাশকের কথা
মেলার এ রকম পরিসর এবং পরিস্থিতি কাম্য : আহমেদ মাহমুদুল হক

অমর একুশে গ্রন্থমেলায় প্রতিবছরই প্রকাশকরা নতুন নতুন বই নিয়ে উপস্থিত হন পাঠকের সামনে। তাঁদের আয়োজন ও বই-ভাবনা নিয়ে আমাদের এ আয়োজন। আজ এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন মাওলা ব্রাদার্সের স্বত্বাধিকারী আহমেদ মাহমুদুল হক।
প্রশ্ন : এবার মাওলা ব্রাদার্স থেকে নতুন বইয়ের সংখ্যা কত?
আহমেদ মাহমুদুল হক : এবার প্রায় ৬০টি নতুন বই বের হবে। এরই মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ স্টলে চলে এসেছে।
প্রশ্ন : এর মধ্যে পাঁচটি বিশেষ বইয়ের কথা শোনাবেন কি?
আহমেদ মাহমুদুল হক : অবশ্যই (মুচকি হাসলেন)। আমার বেশ ভালো লেগেছে ফটো সাংবাদিক পাভেল রহমানের ‘সাংবাদিকতা আমার ক্যামেরায়’, জয়া চ্যাটার্জীর ‘দেশভাগের অর্জন’, হরিশংকর জলদাশের গল্পসমগ্র, মহাদেব সাহার কবিতার বই ‘মধুর মুহূর্তগুলো চলে যায়’, কাবেদুল ইসলামের ‘মুক্তিযুদ্ধে সিএসপি ও ইপিসিএস অফিসারদের ভূমিকা’ আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
প্রশ্ন : কেন আপনার কাছে এগুলো বিশেষ মনে হলো?
আহমেদ মাহমুদুল হক : পাভেল রহমানের ‘সাংবাদিকতা আমার ক্যামেরায়’ এটি চার দশকের ইতিহাসসমৃদ্ধ বই। এসব ছবির মধ্যে বিখ্যাত ‘নূর হোসেনের গণতন্ত্র মুক্তি পাক’, বঙ্গবন্ধুর ছবি এবং সিডর বিধ্বস্ত অঞ্চলের তোলা ছবিগুলো অন্যতম। আর বাকিগুলো সমসাময়িক কালের মধ্যে বিষয়গত দিক দিয়ে বৈচিত্র্যপূর্ণ বলে আমার কাছে মনে হয়।
প্রশ্ন : আপনার কি মনে হয় মেলায় মুক্তমনা লেখক-প্রকাশকদের নিরাপত্তা আছে?
আহমেদ মাহমুদুল হক : আমি মনে করি অবশ্যই আছে। সরকার যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা করেছে এতে আমি সন্তুষ্ট এবং মনে করি যথেষ্ট নিরাপত্তা আছে।
প্রশ্ন : মেলার প্রায় ১৯তম দিন গড়িয়ে যাচ্ছে। কেমন দেখলেন এবারের মেলার পরিস্থিতি?
আহমেদ মাহমুদুল হক : এবারের মেলাটা অনেকে গোছানো এবং বিস্তৃত পরিসরে হওয়ার কারণে অনেক ভালো লেগেছে বলতে হবে। বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান মিলে পাঠকদের ভিড় আশাজাগানিয়া। দেশের স্থিতিশীল পরিস্থিতির কারণে মেলা গতি পেয়েছে অনেক বেশি। তাই অকপটে বলা যায়, এ রকম মেলার পরিসর এবং পরিস্থিতি আমাদের কাম্য।
এনটিভি অনলাইনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
আহমেদ মাহমুদুল হক : আপনাকেও।