বইমেলায় সংগীতশিল্পী লুৎফর হাসানের তিনটি বই

এবার অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে সংগীতশিল্পী ও সাহিত্যিক লুৎফর হাসানের তিনটি বই। দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে তাঁর উপন্যাস ‘নীল মলাটের গল্প’।
ষাট বছর বয়সী একজন লেখকের ফেলে আসা জীবনের নানা মাত্রিক প্রেম এবং তার বিচ্ছিন্ন সংসারের কথকতায় লেখা হয়েছে উপন্যাসটি।
প্রিয়মুখ প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে গল্পগ্রন্থ –‘তোমার খোলা পিঠে আমার আততায়ী মেঘ’। নানান সময়ে লেখা গল্প একত্র করে বইটি লিখেছেন লুৎফর হাসান।
এ ছাড়া চৈতন্য প্রকাশনী থেকে তাঁর প্রকাশিত হয়েছে বই ‘ডাকবাক্সের ডানা’। বইটিতে লুৎফর হাসানের লেখা কিছু অপ্রকাশিত লিরিক রয়েছে।
এনটিভি অনলাইনকে লুৎফর হাসান বলেন, ‘বইটি তিনটির পাঠক আলাদা। মেলায় বিভিন্ন শ্রেণীর পাঠক বইটি কিনছেন। ভালো সাড়া পাচ্ছি। সেই সঙ্গে নতুন বই লেখারও প্রস্তুতি নিচ্ছি।’
লুৎফর হাসানের লেখা অন্য বইগুলো হলো ইন হাউজ প্রোডাকশন, হেলেঞ্চাবতী, সগৌরবে চলিতেছে, ঝিনাইপাখি, ফেকুয়া, ঘাসফুল ও সন্ধ্যামালতীরা, ঠিকানা রাত্রিপুর, আগুনভরা কলস ।