বইমেলার অতিথি
একুশে গ্রন্থমেলায় ওম-ফারিয়া

বইমেলায় ঘুরচ্ছেন ওম-ফারিয়া।
আজ রোববার অমর একুশে গ্রন্থমেলা ঘুরে দেখেন এ সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি ওম-নুসরাত ফারিয়া। বিকেল সাড়ে ৩টার পর তাঁরা বইমেলায় উপস্থিত হন।
এদিকে একুশের চেতনা লালন করে সাদা-কালো রঙের শাড়ি পরে বইমেলায় আসেন নুসরাত ফারিয়া।
এনটিভি অনলাইনকে ফারিয়া বলেন, ‘আমি আর ওম মিলে বইমেলায় বেশ আনন্দ নিয়ে ঘুরছি। ইচ্ছে আছে সবগুলো স্টলে যাওয়ার। আমরা পছন্দ অনুযায়ী কিছু বইও কিনব।’
কলকাতার নায়ক ওম প্রথমবারের মতো বইমেলায় এসেছেন। তিনি বলেন, ‘ঢাকায় বইমেলায় প্রথমবারের মতো ঘুরছি। অনুভূতি অসাধারণ। এ সুযোগটা করে দেওয়ার জন্য জাজ মাল্টিমিডিয়াকে অনেক ধন্যবাদ।’
এদিকে, গেল ১৯ তারিখ শুক্রবার মুক্তি পেয়েছে ওম-ফারিয়া অভিনীত চলচ্চিত্র ‘হিরো ৪২০’। ছবিটিতে কৃষ ও রাই চরিত্রে অভিনয় করেছেন ওম ও ফারিয়া।