নতুন বই
এক বইমেলায় ইকবাল খন্দকারের ১০ বই

ইকবাল খন্দকারের নতুন ১০টি বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। এই ১০টি বইয়ের মধ্যে ৩টি বই বড়দের উপযোগী, আর বাকি সাতটি কিশোরদের উপযোগী। বড়দের উপযোগী একটি বইয়ের নাম ‘তুমি ছাড়া একলা আমি’। রোমান্টিক ধাঁচের এই উপন্যাস প্রকাশ করেছে বর্ষা দুপুর প্রকাশনী।
‘ছুঁয়ে দাও বালিকা’ উপন্যাসটির প্রকাশক দেশ পাবলিকেশন্স। মেধা পাবলিকেশন্স প্রকাশ করেছে ‘একটি বেওয়ারিশ লাশ’ নামের গল্পের বইটি। এবার কিশোরদের উপযোগী ৭টি বইয়ের প্রসঙ্গ। তাম্রলিপি থেকে প্রকাশিত হয়েছে ‘ক্লাস লিডার’উপন্যাস। কথা প্রকাশ থেকে বের হয়েছে দুটি উপন্যাস। এরমধ্যে একটি ভৌতিক, অন্যটি গোয়েন্দা। ভৌতিক উপন্যাসটির নাম ‘অভিশপ্ত স্টেশন’। আর গোয়েন্দা উপন্যাসটির নাম ‘রহস্যময় গোয়েন্দা’।
অনিন্দ্য প্রকাশ থেকে বের হয়েছে গল্পের বই ‘ভুতুড়ে বটগাছ’। জয়তী প্রকাশনী প্রকাশ করেছে থ্রিলার উপন্যাস ‘ভয়ঙ্কর ডাকুবাড়ি’। আরো একটি থ্রিলার উপন্যাস প্রকাশ করেছে কলি প্রকাশনী। নাম ‘দুর্ধর্ষ মুখোশধারী’। আর রম্যগল্পের বই ‘গড়াগড়ি হাসি’ প্রকাশ করেছে আদিগন্ত প্রকাশন।