রকমারি থেকে ১৯৫২ টাকার বই কিনলেই উপহার

ভাষার মাস ফেব্রুয়ারিজুড়ে ঢাকায় চলছে অমর একুশে বইমেলা। ১৯৫২ সালের ভাষা আন্দোলন স্মরণে ই-কমার্স শপ রকমারি ডটকম ক্রেতাদের দিচ্ছে নতুন এক উপহার।
রকমারি ডটকম থেকে যে কেউ ন্যূনতম ১৯৫২ টাকা বা এর বেশি টাকার বই কিনলেই পাবেন আকর্ষণীয় একটি টি-শার্ট।
বইমেলায় প্রকাশিত বইসহ সব ধরনের সৃজনশীল বই রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে ২৫ শতাংশ ছাড়ে।
সব অর্ডারের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য। www.rokomari.com ভিজিট করে বা অথবা যে কোনো মোবাইল থেকে ১৬২৯৭ নম্বরে কল করে বইয়ের অর্ডার করা যাবে।
রকমারি ডটকমের মাধ্যমে দেশের যে কোনো জেলা থেকে যত খুশি বই কিনতে পারবেন ক্রেতারা। আর এ জন্য সর্বোচ্চ ৫০ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে।
রকমারি ডটকমে এই অফারটি চলবে বই মেলার শেষ দিন মানে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।