নতুন বই
মেলায় দুটি নতুন বই

এবার অমর একুশে বইমেলায় মাসুম মুনাওয়ারের প্রথম কবিতার বই ‘সূর্যকুসুম’ ও রবিউল করিম মৃদুলের উপন্যাস ‘এখানে আকাশ নীল’ বই এসেছে। তরুণ এ দুই লেখকের বই নিয়ে থাকছে আমাদের বিশেষ আয়োজন।
মাসুম মুনাওয়ারের প্রথম কাব্যগ্রন্থ ‘সূর্যকুসুম’
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি মাসুম মুনাওয়ারের প্রথম কাব্যগ্রন্থ ‘সূর্যকুসুম’। বইটি প্রকাশিত হয়েছে ষোলপৃষ্ঠা প্রকাশন থেকে। মাসুম মুনাওয়ারের কবিতার চিন্তা গতানুগতিক নয়, অন্য সবার চেয়ে স্বতন্ত্র স্বর। তাঁর কবিতায় সাধারণ মানুষের মুখের ভাষা সহজ-সরল শব্দে উঠে এসেছে। বইমেলায় প্রকাশিত চার ফর্মার বইটির প্রচ্ছদ করেছেন বিশিষ্ট প্রচ্ছদশিল্পী চারু পিন্টু। বইটিতে ৫২টি কবিতা রয়েছে। বইটির দাম ১৪০ টাকা মাত্র। বইটি লিটলম্যাগ চত্বরের চিরকুট ৩৮ নম্বর স্টলে পাওয়া যাবে।
রবিউল করিম মৃদুলের উপন্যাস ‘এখানে আকাশ নীল’
এবারের বইমেলায় এসেছে তরুণ কথাসাহিত্যিক রবিউল করিম মৃদুলের উপন্যাস ‘এখানে আকাশ নীল’। চিরাচরিত বাংলার গ্রামীণ পটভূমিতে লেখা উপন্যাস পড়লে চোখের সামনে ভেসে ওঠে একগুচ্ছ সবুজ, সুফলা গ্রাম। ভেসে ওঠে সে গ্রামের প্রেম-ভালোবাসা আর পাশবিকতা। সব মিলিয়ে চমৎকার উপাদেয়তে ঠাসা উপন্যাসটির স্টলের সামনে ভিড় দেখা যায় সদা-সর্বদা। পাওয়া যাচ্ছে আদর্শ প্রকাশনীর ৫৭৫-৫৭৬ নম্বর স্টলে। প্রচ্ছদ : তাহসিনা নাজনীন শুচী। মূল্য : ২০০ টাকা।