ঢাকা নিয়ে রিদওয়ান আক্রামের ‘পুনশ্চ ঢাকা’

রাজধানী ঢাকাকে নিয়ে কত বই তো লেখা হয়েছে। তবু ঢাকার কথকতা যেন শেষ হওয়ার নয়। কারণ, ঢাকাকে নিয়ে লেখার উপাদান কখনো ফুরিয়ে যায় না। আর তাই তো বারবার ঢাকা ফিরে আসে তার অতীতের গল্প নিয়ে।
সেইসব গল্প কখন শোনায় সোনালি অতীতের কথা, আবার কখনো বা মনে করিয়ে দিয়ে যায় ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়ানো কোনো শহরের গল্প। তবে গল্পের মতো মনে হলেও আদতে তো এগুলো ইতিহাস।
‘পুনশ্চ ঢাকা’ বইটিতে সেই ইতিহাসের ভেতরেই খোঁজা হয়েছে ঢাকার সমাজ ও সংস্কৃতিকে। মোটাদাগে বললে উনিশ শতকের ঢাকার সমাজ ও সংস্কৃতিকে। লেখার প্রয়োজনেই কখনো কখনো হাজির হতে হয়েছে মোগল শাসনামলের ঢাকাতেও।
আগ্রহী পাঠকের কথা মাথায় রেখে ‘যানবাহন’, ‘উৎসব’, ‘প্রশাসন’, ‘হারানো পেশা’, ‘চিত্রকলা’, ‘লড়াই’, ‘নিসর্গ’, ‘অতিথি’, ‘সাক্ষাৎকার’ বিভাগে সাজানো হয়েছে বইটি।
রিদওয়ান আক্রামের লেখা বইটির অধিকাংশ লেখাই ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে ছাপা হয়েছে দৈনিক কালের কণ্ঠে। এ ছাড়া লেখকের আগের বইগুলোতে প্রকাশিত কিছু লেখার বর্ধিত রূপও স্থান পেয়েছে এটিতে।
এ ছাড়া এখানে যুক্ত করা হয়েছে ২০১১ সালে ঢাকার প্রথম বাংলা সংবাদপত্র ‘ঢাকাপ্রকাশ’-এর ১৫০ বছর পূর্তিতে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত বিশেষ সংখ্যায় ঢাকা গবেষক মুনতাসীর মামুনের সাক্ষাৎকারটি।
‘পুনশ্চ ঢাকা’ বইটি পাওয়া যাবে বইমেলায় বিপিএলের ৬২-৬৩ নম্বর স্টলে। এর দাম ধরা হয়েছে ৩৫০ টাকা।