প্রকাশ হলো আসাদুজ্জামান নূরের ‘বেলা অবেলা সারাবেলা’

দীর্ঘ পাঁচ বছর ধরে দেশ টিভিতে প্রচারিত হয়ে আসছে ‘বেলা অবেলা সারাবেলা’ শীর্ষক সাক্ষাৎকারভিত্তিক একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে সাহিত্য, ইতিহাস-রাজনীতি-অর্থনীতি-খেলা ও সামাজিক নানা ক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্বদের সাক্ষাৎকার প্রচারিত হয়। দেশের বরেণ্য নাট্যাভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থাপনা ও গ্রন্থনায় প্রচারিত এই অনুষ্ঠান শুরুতেই দেশের মননশীল দর্শক-শ্রোতার দৃষ্টি আকর্ষণ করে।
অগ্রণী ব্যক্তিত্বদের জীবনীনির্ভর সাক্ষাৎকারভিত্তিক সেই অনুষ্ঠানের সাক্ষাৎকারগুলো থেকে নির্বাচিত ২৫টি সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত হলো দুই খণ্ডে ‘বেলা অবেলা সারাবেলা’ শিরোনামের গ্রন্থ।
গতকাল রোববার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো বইটির প্রকাশনা উৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। এ ছাড়া বক্তব্য রাখেন সময় প্রকাশনীর প্রধান নির্বাহী ফরিদ আহমেদ, দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান প্রমুখ।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বইটির প্রথম দুটি খণ্ড প্রকাশিত হয়েছে। তাতে পত্রস্থ হয়েছে ১৫ জন মানুষের আত্মকথা। যতদূর জানি, সব মিলিয়ে বইটি ১০টি খণ্ডে প্রকাশিত হবে। তাতে থাকবে ২২০ জনের সাক্ষাৎকার। এসব সাক্ষাৎকারের মধ্য দিয়ে একটি যুগের সামাজিক ইতিহাস রচিত হয়েছে।’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘দেশের বরেণ্য মানুষদের কথা ও সাক্ষাৎকার নিয়ে এ বই। তাতে আমার সাক্ষাৎকারও গ্রন্থিত হয়েছে। মনে পড়ে, সেই সাক্ষাৎকারটি আসাদুজ্জামান নূর তিন দিন ধরে নিয়েছিলেন। তাঁর কৃতিত্ব এই যে, তিনি নিজের কথা কম বলেন। কিন্তু অন্যের কথাকে ঠিকই বের করে আনেন। তাঁর উপস্থাপনার ধরন এমন যে কথা বলতে বেশ ভালো লাগে। এই সাক্ষাৎকারে আমার পুরো জীবনটি যেন সামনে চলে এসেছে।’
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘দেশের বরেণ্য মানুষ, যাঁদের আমরা অনুসরণ করি, অনুকরণ করি, তাঁদের সবাই তো আর আত্মজীবনী লিখবেন না। একদিন ভাবলাম, তাঁদের সাক্ষাৎকার নেব, সেই সাক্ষাৎকারের একটি আর্কাইভাল মূল্য থাকবে। বই প্রকাশের কথা তখনো ভাবিনি।’
সেই সাক্ষাৎকার অনুষ্ঠানের নানা দিক নিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আমি অসাধারণ কিছু মানুষের সাক্ষাৎকার নিয়েছি। নানা ব্যস্ততার মধ্যেও এই অনুষ্ঠান করতে গিয়ে আমি চমৎকৃত হয়েছি, অভিভূত হয়েছি। অসাধারণ সেসব মানুষের জীবন-সংগ্রামের কথা, সফলতা-উজ্জ্বলতার কথা। তাঁদের সংগ্রামী জীবনের আমি গল্প শুনেছি। কখনো ভীষণ আনন্দ পেয়েছি, কখনো আবার বেদনায় মথিত হয়েছি।’
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আত্মজীবনীমূলক এই বইটি প্রকৃতপক্ষে একটি যুগের ইতিহাস। আমাদের কালের যাঁরা নিজ নিজ ক্ষেত্রে সফল মানুষ, তাঁদের সফলতার গল্প উঠে এসেছে। বইটি সব মানুষের জন্য হতে পারে অনুপ্রেরণার উৎস।’
‘বেলা অবেলা সারাবেলা’ শিরোনামের বইটির প্রথম খণ্ডে প্রকাশিত হয়েছে নূরজাহান বেগম, ড. মুস্তাফা নূরউল ইসলাম, ফিরোজা বেগম, কাইয়ুম চৌধুরী, আবুল মাল আবদুল মুহিত, ড. আনিসুজ্জামান, ড. কামাল হোসেন, মুস্তাফা মনোয়ার, আবদুল্লাহ আবু সায়ীদ, ফেরদৌসী রহমান, রোকেয়া আফজাল রহমান, তোফায়েল আহমেদ, আলী যাকের, নির্মলেন্দু গুণ এবং ওপার বাংলার কবি জয় গোস্বামীর সাক্ষাৎকার।
দ্বিতীয় খণ্ডে প্রকাশিত হয়েছে সোহরাব হোসেন, অধ্যাপক মোজাফফর আহমদ, ফয়েজ আহমদ, ড. এম আর খান, সুধীন দাশ, সনজীদা খাতুন, ব্যারিস্টার রফিক-উল হক, আবদুস শাকুর ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের সাক্ষাৎকার।
বইটি প্রকাশ করেছে দেশের অন্যতম সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘সময় প্রকাশন’।