ব্রিটিশ কাউন্সিলের সিটিসি গ্রান্টসের আবেদন শুরু

শিল্প ও সাংস্কৃতিক খাতে আন্তর্জাতিক অংশীদারত্বের লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের ‘কানেকশনস থ্রু কালচার (সিটিসি)’ গ্রান্টসের আবেদন গ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যসহ ১৯টি অংশীদার দেশের শিল্পী ও সৃজনশীল প্রতিষ্ঠানগুলো এই অনুদানের মাধ্যমে বহুপাক্ষিক সাংস্কৃতিক প্রকল্পে কাজ করতে পারবেন।
এই অনুদান পেতে আবেদনের শেষ সময় ২৩ জুন রাত ৮টা (বাংলাদেশ সময়)। বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে।
সিটিসি প্রকল্পে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড পর্যন্ত অনুদান দেওয়া হবে। রেসিডেন্সি, পারফরম্যান্স, পলিসি ল্যাব, প্রদর্শনী, গবেষণা ও উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ এই অনুদানের আওতায় আসবে, যা অর্থবহ সংলাপ, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করতে এবং দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করতে সহায়তা করবে।
স্থাপত্য, নকশা, ফ্যাশন ও কারুশিল্প, থিয়েটার, নৃত্য ও সার্কাস, সাহিত্য, চলচ্চিত্র ও সৃজনশীল প্রযুক্তি, ভিজ্যুয়াল আর্টস, সঙ্গীতসহ সব শাখা থেকে আবেদন গ্রহণযোগ্য। প্রকল্প ডিজিটাল, সশরীরে কিংবা হাইব্রিড হতে পারবে, যার মেয়াদকাল এ বছরের অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত।
গত বছর বাংলাদেশসহ বিশ্বজুড়ে ৮৪টি প্রকল্প এই অনুদান পেয়েছিল। এবারে প্রায় ৯০টি যৌথ উদ্যোগ অনুদান পাবে।
এই উদ্যোগ প্রসঙ্গে ব্রিটিশ কাউন্সিল সাউথ এশিয়ার রিজিয়নাল আর্টস ডিরেক্টর জিল রিচেনস বলেছেন, ‘কানেকশনস থ্রু কালচার শুধু একটি গ্রান্ট প্রোগ্রামই নয়, এ উদ্যোগ সৃজনশীল অংশীদারত্বে পরিবর্তন আনতে একটি প্রভাবকের ভূমিকা পালন করবে। যেসব প্রকল্প শিল্পকলা ক্ষেত্রে বৈচিত্র্য ও উদ্ভাবন নিয়ে কাজ করবে এবং সংস্কৃতি ও সমাজের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে ভূমিকা রাখবে, আমরা সেসব প্রকল্প বাস্তবায়নে পাশে থাকতে চাই।