অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৭১ জন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/11/police.jpg)
পুলিশের ৭১ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত ৭১ জনকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার কথা জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদন্নোতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অতিরিক্ত পুলিশ সুপার পদের যোগদানপত্র প্রেরণ করবেন। এ আদেশটি যোগদানের তারিখ থেকে কার্যকর করা হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।