ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় ৭২ জন গ্রেপ্তার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় সোমবার সিলেট কেএফসিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ছবি: এনটিভি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন রয়েছেন।
এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ১০টি মামলা রুজু হয়েছে।
এর আগে, ইসরাইলের প্রতিষ্ঠান দাবি করে সোমবার (৭ এপ্রিল) দুপুরের পর দেশের বিভিন্ন শহরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের অভিযোগ করে বলেন, নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের ঠাঁই হবে না এ দেশে।