অধিক যাত্রী পরিবহনের দায়ে রফরফ লঞ্চের ৩ কর্মচারী আটক

দীর্ঘ দুই মাস বন্ধের পর আজ রোববার থেকে চাঁদপুর থেকে সারা দেশে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টায় এমভি সোনার তরী নামে যাত্রীবাহী লঞ্চ চাঁদপুর নৌটার্মিনাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, আজ দুপুর ১২টার দিকে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি রফরফ লঞ্চে অধিক যাত্রী পরিবহন ও স্বাস্থ্যবিধি না মানার দায়ে রফরফ লঞ্চের ৩ কর্মচারীকে আটক করে নৌপুলিশ। এর আগে গত ২৫ মার্চ থেকে লকডাউনের ফলে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সঙ্গে চাঁদপুরের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।
সামাজিক দূরত্ব বজায় রাখার কথা থাকলেও মানা হয়নি তা। অনেক যাত্রীর মুখে মাস্ক ছিল না। তা ছাড়া লঞ্চ কর্তৃপক্ষের কাছ থেকেও দেখা যায়নি বিশেষ কোনো ব্যবস্থা। লঞ্চগুলোতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা বা জীবাণুনাশক ছিটাতে দেখা যায়নি। অতীতের সময়ের মতো তারা স্বাভাবিকভাবেই যাত্রী পরিবহন করছে।
লঞ্চঘাটে দেখা যায়, কোনো ধরনের নিয়মনীতি না মেনেই যাত্রীরা লঞ্চে যাত্রা করছে। বিশেষ করে আশপাশের চরাঞ্চল থেকে নৌকায় করেও যাত্রীদের লঞ্চঘাটে আসতে দেখা যায়।
চাঁদপুর থেকে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন নৌরুটে প্রায় অর্ধশত লঞ্চ চলাচল করে থাকে। নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী হওয়ায় চাঁদপুর হয়ে আশপাশের অনেক মানুষ লঞ্চে করে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে।