অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহ শহর থেকে উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুর থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে দুই মাস ২৬ দিন পর উদ্ধার করেছে ময়মনসিংহ পিবিআই। ময়মনসিংহ শহরের ধোপাখোলার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। পিবিআইয়ের সুপার গৌতম কুমার বিশ্বাস আজ বিকেলে এক ই-মেইল বার্তায় এই খবর নিশ্চিত করেন।
গৌতম কুমার বিশ্বাস জানান, গৌরীপুরের উত্তরখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে কুপ্রস্তাব দিত আসামি মোমেন মিয়া (২৬)। কিন্তু তাতে রাজি না হওয়ায় ২ জুলাই সকাল ১১টায় ওই শিক্ষার্থী পাশের বাড়িতে যাওয়ার সময় মোমেন ও তার এক বন্ধু জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে ছাত্রীর বাবা ঘটনার দিনই বিকেলে লোকজন নিয়ে নেত্রকোনায় অপহরণকারীর বাড়িতে যান। আসামির পরিবার তার মেয়েকে ফেরত দেওয়ার কথা বলেও সময় নষ্ট করতে থাকে। পরে ওই ছাত্রীর বাবা ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ৪ সেপ্টেম্বর আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই শনিবার দিবাগত রাতে শহরের ধোপাখোলার একটি বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার হওয়া ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য আজ আদালতে পাঠায় পিবিআই।