অভিনন্দন বার্তায় টাইগারদের ধারাবাহিক জয় প্রত্যাশা মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
সফররত আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি আশা করেন, জয়ের এ ধারা অব্যাহত রাখবে টাইগাররা।’
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার সফরকারী আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি হবে আগামী সোমবার।