বিজয়-রাশমিকার বাগদান সম্পন্ন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বাগদান সেরেছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্ত আয়োজনে এই বাগদান অনুষ্ঠিত হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম এম৯ নিউজের প্রতিবেদনে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুজনের বিয়ে হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। তবে তারা আপাতত নিজেদের বাগদান ও বিয়ের খবর প্রকাশ্যে আনতে চাইছেন না। খবর ইন্ডিয়া টুডের।
সম্প্রতি রাশমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে শাড়ি পরা একটি ছবি পোস্ট করেন। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা ধারণা করছেন, এটি তার বাগদানের ছবি। এতে ভক্তদের উচ্ছ্বাস ও আগ্রহ আরও বেড়ে গেছে।

দশেরা উপলক্ষে রাশমিকা ঐতিহ্যবাহী পোশাকে একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে তার কপালে তিলকও ছিল। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন—“শুভ দশেরা আমার প্রিয়জনেরা… এ বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ ‘থামা’ ছবির ট্রেলার আর আমাদের গান নিয়ে তোমরা যে ভালোবাসা দেখিয়েছ, তা আমাকে আরও বড় ও খুশির মুহূর্ত উপহার দিয়েছে। তোমাদের বার্তা, উত্তেজনা, নিরন্তর সমর্থন—সবকিছু আমাকে ভীষণ আনন্দিত করেছে। খুব শিগগিরই প্রমোশনে তোমাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।”