১২৫ কোটির ‘কান্তারা’ সিনেমার ৫ দিনে আয় ৩৭০ কোটি!

ঋষব শেঠির ‘কান্তারা: চ্যাপ্টার ১’ সিনেমা মুক্তির প্রথম পাঁচ দিনে বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। ২০২২ সালে মুক্তি পাওয়া কন্নড় সিনেমা ‘কান্তারা’ দক্ষিণ ভারত থেকে শুরু করে পুরো ভারতজুড়েই তুমুল আলোড়ন তুলেছিল। এই সিনেমার মাধ্যমে অভিনেতা ও নির্মাতা ঋষব শেঠি জাতীয় পুরস্কারও জয় করেন। দর্শকের কাছে এটি হয়ে উঠেছিল এক ভিন্নধর্মী অভিজ্ঞতা– যেখানে লোককাহিনি, আধ্যাত্মিকতা ও অ্যাকশনের মিশেল ছিল চমকপ্রদ। সেই সাফল্যের পর থেকেই দর্শকদের প্রত্যাশা তৈরি হয়েছিল সিনেমা প্রিক্যুয়েল নিয়ে। অবশেষে ২ অক্টোবর মুক্তি পায় ‘কান্তারা চ্যাপ্টার ১’।
ভারতীয় একাধিক গণমাধ্যম জানাচ্ছে, সিনেমাটি মাত্র পাঁচ দিনে ভারতের বক্স অফিসে ২৫৬ কোটি রুপি আয় করেছে। বিদেশি বাজার থেকে প্রাপ্ত আয় মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৭০ কোটি রুপী। যার ফলে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বিশ্বব্যাপী আয় প্রায় ৩৫০ কোটি টাকা, যা ‘কান্তারা’ প্রথম পাঁচ দিনে ছাড়িয়ে গেছে।
সিনেমাটি পরিচালনা করেছেন রিশব শেটি, প্রযোজনা করেছেন চন্দন শেটি এবং অভিনয় করেছেন রিশব শেটি, রুক্মিণী ভাসন্ত, গুলশন দেবাইয়া, জয়ারামসহ আরও অনেকে। গল্প ও চিত্রনাট্যও রিশব শেটির লেখা। গল্প, অভিনয় এবং পরিচালনার সমন্বয়ে সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে।
‘কান্তারা: চ্যাপ্টার ১’ সিনেমাটির বাজেট প্রায় ১২৫ কোটি রুপি, অর্থাৎ মাত্র পাঁচ দিনে আয় প্রায় দ্বিগুণ হয়েছে। এই সাফল্য প্রমাণ করে সিনেমাটির গল্প, অভিনয় ও পরিচালনা দর্শকদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।