আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী আজ
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত আব্দুল জলিলের নবম মৃত্যুবার্ষিকী আজ রোববার। নওগাঁয় এ উপলক্ষে দলীয় ও পারিবারিকভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আজ সকাল ১১টায় প্রয়াত আব্দুল জলিলের ছেলে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীদের নিয়ে বাবার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে ফাতিহা ও দোয়া পাঠ করা হয়। এ সময় তাঁর সঙ্গে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, সাধারণ সম্পাদক বিমান কুমার সাহা, মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আকতার ও সাধারণ সম্পাদক লিপি সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহম্মেদ রিজভীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরবর্তী সময়ে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের বিভিন্ন ইউনিট, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, নওগাঁ জেলা প্রেসক্লাবসহ সর্বস্তরের মানুষ প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
গতকাল শনিবার ও আজ রোববার মরহুম আব্দুল জলিলের বাসভবনে পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অংগ সংগঠনের বিপুল নিতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশবরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল জলিল ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন এবং ২০১৩ সালের ৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৫০-এর দশকের শেষ ভাগে।