আওয়ামী লীগ বিশৃঙ্খলাকারীদের ছাড় দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগ সরকার দেশে বিশৃঙ্খলাকারী, সমাজ ক্ষতিগ্রস্তকারী এবং উন্নয়ন ব্যহতকারীদের ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে কর্নেল মালেক স্মৃতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি চাই না। আমরা চাই—দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি। যারা বিশৃঙ্খলা ঘটাবে, সমাজকে ক্ষতিগ্রস্ত করবে এবং উন্নয়নকে ব্যহত করবে, আওয়ামী লীগ সরকার তাদেরকে কোনোমতেই ছাড় দেবে না।’
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা ও ক্রিকেট সাব-কমিটির আহ্বায়ক গোলাম ছারোয়ার ছানু প্রমুখ।