আমদানিকৃত ভাইরাস থেকে দেশকে সুরক্ষা দিতে চায় সরকার : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন ‘আমদানিকৃত’ করোনাভাইরাস নিয়ে কাউকে প্রবেশের অনুমতি না দিয়ে সরকার দেশের ১৬ কোটিরও বেশি মানুষকে সুরক্ষা দিতে চায়।
মন্ত্রী বলেন, ‘চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকার বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বা্ংলাদেশিদের দেশে না আসার আহ্বান জানিয়েছে।’
আজ রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন বলেন, ‘সংক্রমিত দেশগুলো থেকে আগতদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে যেতে হবে।’ তিনি জানান, বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত পাঁচজনের মধ্যে তিনজন ইতালি থেকে এবং একজন জার্মানি থেকে এসেছেন। আরেকজন ওই চারজনের সাথে থাকার কারণে আক্রান্ত হয়েছেন।
শনিবার ইতালি থেকে ফেরত আসাদের প্রতিক্রিয়ার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা সরকারের ব্যবস্থা করা আবাসন ও খাবার পছন্দ করেননি।’তিনি আরো বলেন, ‘সরকার যুক্তরাজ্য ব্যতীত ইউরোপীয় দেশ এবং চীন, দক্ষিণ কোরিয়া, স্পেনসহ অন্য সংক্রমিত দেশগুলোর মানুষকে বাংলাদেশে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করছে।’
মন্ত্রী বলেন, ‘তবে যারা গত ২৮ দিনে সংক্রমিত কোনো দেশে ভ্রমণ করেননি তারা বাংলাদেশে আসতে পারবেন।’
বাংলাদেশের মানুষকে সুরক্ষিত রাখতে সরকার আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশে সব অন অ্যারাইভাল ভিসা স্থগিত এবং ইংল্যান্ড ব্যতিত ইউরোপ থেকে আসা যাত্রীদের ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে।
এই সিদ্ধান্তগুলো রোববার মধ্যরাত থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী দুই সপ্তাহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘আমাদের অবশ্যই দেশের মানুষকে রক্ষা করতে হবে।’ তিনি বলেন, ‘দেশের মানুষের স্বার্থেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’