আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/04/10/asugang-pic_0.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের বাদল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে রুহুল আমিন আশুগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে সোহাগপুর এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। পরে ঘটনাস্থলেই রুহুল নিহত হন। খবর পেয়ে স্থানীয়রা রুহুল আমিনের লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
নিহত রুহুল আমিনের বাবা বাদল মিয়া বলেন, ‘রাতের আঁধারে আমার ছেলেকে কোন গাড়ি চাপা দিয়েছে তা আমি জানি না। তাই আমার কোনো অভিযোগ নেই।’
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।’