আশুগঞ্জে ৯০০ কেজি ভিজিডির চালসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নে ৯০০ কেজি ভিজিডির চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার দুপুর ১টার দিকে এসব চাল জব্দ ও তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মোশাররফ হোসেন, শাহজাহান মিয়া, মো. ফারুক, শাহাবুদ্দিন ও নাজমুল হোসেন।
আশুগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানায়, আড়াইসিধা ইউনিয়নে ভিজিডির চাল মজুদ করা হচ্ছে, এমন খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দারের নেতৃত্বে সেখানকার একটি গরুর খামারে অভিযান চালানো হয়। সেখান থেকে ৬০০ কেজি ভিজিডির চাল জব্দ এবং এ কাজে জড়িত থাকায় চারজনকে আটক করা হয়। আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, আড়াইসিধা ইউনিয়নের উত্তরপাড়ার আরএন অটো রাইসমিল থেকে আরো ৩০০ কেজি ভিজিডির চালসহ নাজমুল নামের আরো একজনকে আটক করা হয়। মোট ৯০০ কেজি চালসহ ওই পাঁচজনকে আটক করা হয়। আটককৃতদের আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ইউএনও নাজিমুল হায়দার এ ব্যাপারে বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। তবে এ বিষয়ে অন্য কেউ জড়িত আছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। আটককৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদে অন্য কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে।’
আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সেলিম মিয়া বলেন, ‘ভিজিডির কার্ডপ্রাপ্তরা আজ ভিজিডির চাল পান। ভিজিডির কার্ডপ্রাপ্তরা চাল পেয়ে হয়তো সেগুলো বিক্রি করে থাকতে পারে। তবে আমি ও আমার পরিষদের কোনো মেম্বার এ বিষয়ে জড়িত না।’