আশুলিয়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে চটপটি বিক্রেতা গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী ইউসুফ (৩৮) নামের এক চটপটি বিক্রেতাকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। আশুলিয়ার বেরন এলাকার মানিকগঞ্জপাড়া থেকে আজ সোমবার ভোরে তাঁকে আটক করা হয়।
ইউসুফ গাজীপুরের কালিগঞ্জ উপজেলার হরিদাপপুর গ্রামের বাসিন্দা। সাভারে একটি বাড়িতে ভাড়া থেকে চটপটি বিক্রি করতেন তিনি।
পুলিশ বলছে, গত শনিবার দিনমজুর বাবা ও পোশাক শ্রমিক মা কাজে গেলে পাশের বাড়ির অন্য শিশুদের সঙ্গে ওই শিশুটি খেলতে যায়। এর মধ্যে ওইদিন দুপুরে ইউসুফ তাঁর রুমে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। ওই সময় শিশুটি চিৎকার করলে তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেন ইউসুফ। পরে ওইদিন রাতে কাজ শেষে মা-বাবা বাসায় ফিরলে তাঁদের ঘটনা সম্পর্কে জানায় শিশুটি। তবে, বাড়ির ম্যানেজার সোহাগসহ কয়েকজন মিলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
পরে প্রতিবেশীদের একজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ইউসুফকে আটক করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইউসুফকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’