শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাবিবুর রহমান (৩০) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
গতকাল শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিরারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান দক্ষিণ ঝিরারপাড় গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার দুপুরে হাবিবের দোকানে চিপস কিনতে যায় শিশুটি। তখন দোকানটি বন্ধ থাকলেও দরজা খোলা ছিল। শিশুটি চিপস কিনতে দরজা দিয়ে দোকানের ভেতরে গেলে দোকানদার হাবিবুর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে স্বজন ও স্থানীয়রা এসে বন্ধ দোকানের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে হাবিবুরকে আটক করে গণপিটুনি দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিবুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানা হেফাজতে নেয় পুলিশ।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় হাবিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।