ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে মামলা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/03/09/cmm.jpg)
ভুল চিকিৎসায় জর্ডানের নাগরিক গালফ এয়ারের পাইলট মোহাম্মদ ইউসুফ হাসান আল হিন্দির মৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতালের ক্রিটিকাল কেয়ার মেডিসিন অ্যান্ড ইমার্জেন্সি মেডিসিন বিভাগের চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. ওমর ফারুকের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে নিহত পাইলটের বোন যুক্তরাষ্ট্রের নাগরিক তালা এলহেনডি জোসেফানো বাদী হয়ে মামলাটি করেন। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
এ বিষয়ে মামলার বাদীর আইনজীবী সাব্বির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গালফ এয়ারের পাইলট ফ্লাইট মোহাম্মদ ইউসুফ হাসান আল হিন্দি বাংলাদেশে আসার পর অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভুল চিকিৎসায় তিনি মারা যান। পরদিন ১ ফেব্রুয়ারি গুলশান থানায় হাসপাতালের বিরুদ্ধে মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা করার পরামর্শ দেন। তাই আমরা আজ আদালতে মামলা করেছি।’
গত ৩০ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের নাগরিক তালা এলহেনদি অভিযোগ করেন, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভুল চিকিৎসায় তার ভাই ইউসুফ হাসান আল হিন্দির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাদী ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা দায়ের করেন।