বারিধারায় গুলিবিদ্ধ গাড়িচালকের অবস্থা স্থিতিশীল

রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিনি দূতাবাসের সামনে কনস্টেবল কাউসার আলীর ছোড়া গুলিতে আহত জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেনের অবস্থা এখন স্থিতিশীল। আজ রোববার (৯ জুন) এ তথ্য জানান ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. মো. ফজলে রাব্বি খান।
ডা. মো. ফজলে রাব্বি জানান, তার শরীরে দুটি গুলি লেগেছে। একটি পেটে এবং একটি হাতে। হাতে যে গুলি লেগেছে সেটি মাইনর, পেটে গুলি একদিক দিয়ে ঢুকে আরেকদিক দিয়ে বেরিয়েছে। তবে, সেখানে গুরুতর কোনো ইনজুরি হয়নি। আজ অস্ত্রপচার করে ক্ষত পরিষ্কার করা হবে, জটিল কোনো সমস্যা নেই। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।’
ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় সাজ্জাসকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।