ইতালি থেকে ফিরেছেন আরো ৩৩ জন, দোহায় আটকা ‘অনেক’

ইতালির রোম থেকে দুবাই বিমানবন্দর হয়ে আরো ৩৩ জন বাংলাদেশে পৌঁছেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদেরকে রাজধানীর আশকোনা হজক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন হযরত শাহজালাল বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জহিরুল ইসলাম।
জহিরুল ইসলাম বলেন, ‘রোম থেকে দুবাই হয়ে বাংলাদেশে এসেছেন আরো ৩৩ জন ইতালি প্রবাসী। আজ বিকেল সাড়ে ৪টার দিকে তারা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। তাদেরকে আশকোনা হজক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।’

বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, ‘এ ছাড়া অনেকে ইতালির রোম থেকে কাতারের দোহা বিনামবন্দরে এসে আটকে গেছেন। এরপর তারা কখন বাংলাদেশে ঢুকবেন সেই তথ্য আমার জানা নেই। তবে ওই ফ্লাইটে কতজন ইতালি প্রবাসী রয়েছেন তা নিশ্চিত করে বলতে পারছি না।’
এর আগে গতকাল শনিবার সকালে ও বিকেলে দুই দফায় ইতালি থেকে দেশে ফেরেন ২০১ জন। এর মধ্যে সকালে ফেরেন ১৪২ ও বিকেলে ফেরেন ৫৯ জন। আজ রোববার সকালেও ইতালি থেকে বাংলাদেশে ফিরেছেন ১৫২ জন।