উপনির্বাচন : শিবচরে আ.লীগের প্রার্থী বিজয়ী

মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ. লতিফ মোল্লা নৌকা প্রতীকে এক লাখ ৮৪ হাজার ৬৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত চৌধুরী নাদিরা আক্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৭৪ ভোট।
আজ মঙ্গলবার রাত ৯টার দিক উপজেলা নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।
আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০১টি কেন্দ্রের ৫১৩টি বুথে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন ছিল কঠোর অবস্থানে। প্রতিটি কেন্দ্রে পাঁচজন পুলিশ ও ১২ জন আনসার সদস্যসহ র্যাবের চারটি টহল টিম, তিন প্লাটুন বিজিবি ও একাধিক ভ্রাম্যমাণ আদালতের টিম উপস্থিত ছিল।
এ নির্বাচনে এক লাখ ৩৭ হাজার ৮৯০ জন পুরুষ ও এক লাখ ২৬ হাজার ৬০৫ জন নারী ভোটারসহ মোট দুই লাখ ৬৪ হাজার ৪৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।