‘ঋণ পরিশোধে ব্যর্থ’ হয়ে গৃহবধূর আত্মহত্যা, দাবি স্বজনদের

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার গারুরিয়ার হিরাধর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত শেফালী আক্তার (৫৫) ওই গ্রামের বাসিন্দা দিনমজুর করম আলী সিকদারের স্ত্রী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল।
সত্য রঞ্জন খাসকেল জানান, মৃত শেফালী আক্তার ও তাঁর পরিবার বিভিন্ন জায়গা থেকে বেশকিছু টাকা ঋণ নিয়েছিল। যা কিস্তিতে পরিশোধও করে আসছিল। তবে সম্প্রতি তাদের পরিবারে অভাব-অনটন দেখা দেয়। তিনি কিস্তির টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন। যথাসময়ে কিস্তিও দিতে পারছিল না।
সত্য রঞ্জন খাসকেল আরও জানান, আজ কাউকে কিস্তির টাকা দেওয়ার কথা দিয়েছিলেন ওই নারী। কিন্তু সে অনুযায়ী টাকার ব্যবস্থা করতে পারেনি। পরিবারের ধারণা কিস্তির টাকা দিতে না পারার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।