‘একটু সময় লাগবে, টি-টোয়েন্টি সহজ নয়’

পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপ কেটেছে হতাশায়। সেই হতাশা না কাটতেই ঘরের মাঠে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশকে ভুগিয়েছে ব্যাটিং বিভাগ। পুরো সিরিজে ব্যাটিংয়ের দৈন্যদশা দেখেছেন সবাই।
পরাজয়ের বৃত্তে আটকে থাকা বাংলাদেশকে বের করতে আরও সময় চাইছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। তরুণরা ভালো করবে বলেই আশা করেন মাহমুদউল্লাহ।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় এক-দুইটা ম্যাচ যদি জেতা যেত তাহলে দলের আত্মবিশ্বাসটা আরও ভালো থাকত। যে রকম অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের সময় আমাদের ড্রেসিংরুমটা উৎফুল্ল ছিল। অবশ্যই দল হারলে সবার খারাপ লাগে। আমার মনে হয়, ছেলেরা সবাই চেষ্টা করেছে। দুর্ভাগ্যজনকভাবে ফলটা আমাদের পক্ষে আসেনি।’
সময় চেয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় একটু সময় লাগবে। টি–টোয়েন্টি এতটা সহজ না। বিশেষ করে তরুণদের জন্য। আমি মনে করি তারা এটি ম্যানেজ করে নেবে এবং তারা খুব ভালো পারফর্ম করবে।’
টানা তিন জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাবর আজমের দল। এই প্রথম পাকিস্তানের কাছে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। আর সবমিলিয়ে দ্বিতীয়বার। এর আগে ২০১৮ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়েছিল লাল-সবুজের দল।
আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন নাঈম। কিন্তু এই রান করতেই ইনিংসের প্রায় অর্ধেক বল (৫০) খেলেছেন তিনি। ১২৫ রান তাড়া করতে শেষ দিকে সমীকরণ কিছুটা কঠিন হলেও সমীকরণ মিলিয়েছে পাকিস্তান।