এখন সিলেটেও হচ্ছে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা

করোনাভাইরাসে কেউ আক্রান্ত কি না জানতে এতদিন ঢাকার দিকে চেয়ে থাকতে হয়েছে সিলেটের মানুষকে। তবে আজ মঙ্গলবার থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজেও হবে করোনাভাইরাসের পরীক্ষা। সেখানে মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগে চালু হয়েছে বিশেষায়িত পলিমার্স চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব। এ ল্যাবেই হবে সন্দেহভাজন ব্যক্তিদের শরীরের রক্ত, ঘাম ও মুখের লালার পরীক্ষা।
এদিকে প্রথমদিন আজ ১১৬টি নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ময়নুল হক।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এর আগে বলেছিলেন, ‘আমরা মঙ্গলবার সকাল থেকেই ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে করোনার পরীক্ষা শুরু করব। এ ব্যাপারে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যারা ল্যাবে নমুনা পরীক্ষা করবেন, তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।’
ওই ল্যাবটিতে শুরুতে দুই শিফটে কাজ করবেন সংশ্লিষ্টরা। প্রতিটি শিফট হবে চার ঘণ্টা করে। একেকটি শিফটে নমুনা পরীক্ষা করা যাবে ৯৪টি করে। এ ল্যাবে সিলেট বিভাগের চারটি জেলা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করা হবে।
এ প্রসঙ্গে ডা. আনিসুর রহমান বলেন, ‘দুটি শিফটে আট ঘণ্টা সময়ে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হবে। পরে শিফট বাড়িয়ে নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ানো হতে পারে। নমুনা পরীক্ষার জন্য আপাতত ৫০০ কিট আছে। তবে আরো কিট আনার ব্যবস্থা করা হয়েছে।’
ল্যাবটিতে প্রতি শিফটে মেডিকেল কলেজের অধ্যাপক, সহকারী অধ্যাপক, টেকনিশিয়ানসহ অন্তত সাত থেকে আটজন করে দায়িত্ব পালন করবেন। তাঁদের জন্য ব্যক্তিত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয়েছে।
মেডিকেল কলেজটির দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে ল্যাব। গেল কয়েক দিনে তৈরি করা ওই ল্যাবে পিসিআর যন্ত্রসহ অন্যান্য যেসব যন্ত্রপাতি বসানো হয়েছে, সেগুলো আনা হয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও কোরিয়া থেকে।
ডা. মো. ময়নুল হক বলেন, ‘ল্যাব সম্পূর্ণভাবে প্রস্তুত। এখন নমুনা নিয়ে আসার পরই পরীক্ষার কাজ শুরু হয়ে যাবে।’