এনজিওগুলো গরিবদের কাছ থেকে বেশি সুদ নিচ্ছে : বাংলাদেশ ব্যাংক গভর্নর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/11/15/bb-governor.jpg)
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) দেশের সবচেয়ে গরিব মানুষদের কাছ থেকে বেশি সুদ নিচ্ছে। এটি নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।
আজ মঙ্গলবার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) ই-সেবা উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসব কথা বলেন।
মানুষের সেবা করার জন্য এনজিও প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, ক্ষুদ্রঋণে নগদ অর্থের ব্যবহার কমাতে হবে, লাভের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু অনেক উচ্চ চার্জ নেওয়া হয় সেখান থেকে। আমাদের সুদহার কমানোর বিকল্প নেই। ক্ষুদ্রঋণে নগদ টাকার বিনিময় কমিয়ে আনলে স্বচ্ছতা বাড়বে।