এনটিভির কম্বল পেয়ে দারুণ খুশি পঞ্চগড়ের শীতার্তরা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/12/15/panchagarh-pic-.jpg)
পঞ্চগড়ের আটোয়ারী ও বোদা উপজেলায় হেমন্তের শেষে শীত মৌসুমের শুরুতেই দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বেসরকারি ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি)। আজ বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে ২০০ জন দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
শীত মৌসুমের শুরুতেই এই কম্বল পেয়ে দারুণ খুশি দুই উপজেলার শীতার্ত মানুষ। শীতসহ নানা দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এনটিভির প্রতি কৃতজ্ঞতা জানান অতিথিরাও। সংবাদ প্রচারের পাশাপাশি ভবিষ্যতেও দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে এনটিভি পরিবার এভাবেই পাশে দাঁড়াবে এমনটিই প্রত্যাশা তাঁদের।
এরই মধ্যে শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে শীতের ব্যাপকতা ছড়িয়ে পড়েছে। তাই এই সময় কম্বল হাতে পেয়ে দরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষগুলোর চোখে-মুখে খুশির ঝিলিক।
জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কম্বল বিতরণ করেন।
এনটিভি পঞ্চগড়ের স্টাফ করেসপনডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, সফিউদ্দিন আহাম্মেদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু হেনা মোস্তফা কামাল, হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তি, ইউপি সদস্য খগেশ্বর চন্দ্র রায়, সাদ্দাম হোসেন, সাংবাদিক হারুন অর রশিদ, রনি মিয়াজী প্রমুখ বক্তব্য দেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/12/15/panchagarh-pic_0.jpg)
সফিউদ্দিন আহাম্মেদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু হেনা মোস্তফা কামাল বলেন, শুধু সংবাদ প্রচার নয়, এনটিভি সকল প্রকার দুর্যোগে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোয় এনটিভির প্রতি কৃতজ্ঞতা।
হৃদয়ে গ্রামবাংলা ফাইন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তি বলেন, শীত মৌসুমে এনটিভি অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে—এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।
বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, ‘শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোয় এনটিভির প্রতি কৃতজ্ঞতা। ভবিষ্যতেও এনটিভি এভাবে মানুষের পাশে থাকবে এটাই আমাদের প্রত্যাশা।’