ঐক্যবদ্ধ হয়ে করোনাভাইরাস মোকাবিলা করতে হবে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে করোনাভাইরাস মোকাবিলা করতে হবে। সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।’
আজ রোববার করোনাভাইরাস নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জনসচেতনতামূলক কর্মসূচিতে এ কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ‘সচেতন আইনজীবীবৃন্দ’ ব্যানারে ওই কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
কর্মসূচীতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. হোসেন আলী খান হাসান, ঢাকা বারের সাবেক সভাপতি মাসুদ আহম্মেদ তালুকদারসহ শতাধিক আইনজীবী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী ঢাকা আইনজীবী সমিতির সাবেক নির্বাহী সদস্য হান্নান ভূঁইয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘কর্মসূচি চলমান থাকবে। আজ ৫০ জন বিচারপ্রার্থী ও আইনজীবীকে মাস্ক বিতরণ করা হয়েছে। এ ছাড়া সবাইকে এ বিষয়ে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে।’